চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হালিশহর পুলিশ লাইনসে ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক।
গ্রেপ্তার তিন জন কক্সবাজারের টেকনাফের দমদমিয়া হ্নীলা এলাকার মাহমুদুল হক, টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও জাহেদ হোসাইন।
এসপি বলেন, ‘গ্রেপ্তার তিন জনের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষক। তারা টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা তিন লাখ টাকা পেত বলে আমাদের জানিয়েছেন।’
‘গোপন খবরে আনোয়ারা ও পটিয়ায় অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেপ্তার করি। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুলসংখ্যক ইয়াবা। এ সময় দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।’
এই ঘটনায় পটিয়া ও আনোয়ারা থানায় মামলা করেছে পুলিশ।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার।