রংপুরে বস্তাভর্তি সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ শিরিন বেগম নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেট থেকে তাকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, বস্তায় ভরে সরকারি ওষুধ পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে শিরিন বেগমকে আটক করা হয়। তিনি মহানগরীর ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দের বাসিন্দা আবু বক্করের স্ত্রী।
বস্তায় ইনজেকশন, সিরিঞ্জ, ক্যাথেটার ও ইউরিন ব্যাগসহ বিপুল পরিমান চিকিৎসা সামগ্রীও পাওয়া যায়।
শিরিন আক্তার এবং জব্দ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান উত্তম প্রসাদ পাঠক।