বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখিলের বহরে হামলা, যুবলীগকর্মী কারাগারে

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ২০:২৩

পুলিশ জানিয়েছে, কাউন্সিলে পরাজিত সাধারণ সম্পদক প্রার্থী শাহ আজম বিটুর কর্মী-সমর্থকরা এই হামলা চালান। এ সময় নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুলের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ১২ জন।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের গাড়িবহরে হামলার মামলায় সংগঠনটির কর্মী মনির হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কুমিল্লার হোমনায় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে মঙ্গলবার রাতে ঢাকা ফেরার পথে যুবলীগ সাধারণ সম্পাদকের বহরে ওই হামলা হয়। এ ঘটনায় পরাজিত সাধারণ সম্পদক প্রার্থী শাহ আজম বিটুসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয় বুধবার সন্ধ্যায়।

মামলায় গ্রেপ্তার মনিরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এ হামলার প্রতিবাদে নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়সার বেপারীর নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হোমনা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয় হোমনা আদর্শ হাইস্কুল মাঠে। রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা শেষে যুবলীগের সাধারণ সম্পাদকসহ অতিথিরা ঢাকা ফেরার জন্য বেরুতেই তাদের বহরে হামলা হয়।

কাউন্সিলে খন্দকার নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে কায়সার বেপারী নির্বাচিত হন।

পরাজিত সাধারণ সম্পদক প্রার্থী শাহ আজম বিটুর কর্মী-সমর্থকরা এই হামলা চালান। এ সময় নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুলের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। আহত হন নজরুল ইসলামসহ অন্তত ১২ জন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক কায়সার বেপারী বলেন, ‘শাহ আজম বিটু কাউন্সিলে আমার সঙ্গে হেরে গিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা করেছে। নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

অভিযোগের ব্যাপারে জানতে শাহ আজম বিটুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, ‘উপজেলা যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কায়সার বাদী হয়ে ৪০ জনকে আসামি করে বুধবার সন্ধ্যায় মামলা করেন। মামলায় মনিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর