বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোড়া খুনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১৯:২৪

ওসি মোজাফফর হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতা সিঙ্গেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সিঙ্গেল মামলার চার্জশিটভুক্ত আসামী। তিনি দিনাজপুর শহর ছাত্রলীগের আহ্বায়ক।

বৃহস্পতিবার দুপুরে শহরের রামনগর পাটুয়াপাড়ার বাড়ি থেকে মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতা সিঙ্গেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’

২০১৫ সালের ১৬ এপ্রিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র জাকারিয়া ও কৃষি অনুষদের ছাত্র মাহমুদুল হাসান মিল্টন প্রাণ হারান। নিহত দুই ছাত্রের পরিবার দিনাজপুর আদালতে পৃথক দুটি হত্যা মামলা করে। মামলায় ৪১ জনকে আসামী করা হয়।

এ বছরের ২৯ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজ্জব, সাধারন সম্পাদক জাকারিয়া জাকির, কোতোয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি।

এর আগে ১১ জুন শহরের মামলার আসামী আবু ইবনে রজ্জব গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও এই মামলায় স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন।

এ বিভাগের আরো খবর