যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী খালেদুর রহমান টিটো হত্যা মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি হলেন জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী। তাকে বুধবার মাঝরাতে গ্রেপ্তার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ ডিসেম্বর রাতে নৌকা প্রতীকের কর্মী খালেদুর রহমান টিটো রান্নার তেল কিনতে বাড়ি থেকে বের হন। এ সময় রাস্তায় থাকা আনারস প্রতীকের কর্মীরা তাকে কুপিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে।
গুরুত্বর অবস্থায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। ১০ ডিসেম্বর সকাল পৌনে দশটার দিকে সাভারের নবীনগরে পৌঁছালে অ্যাম্বুলেন্সের মধ্যে টিটোর মৃত্যু হয়।
১০ ডিসেম্বর নিহত টিটোর ভাই বদর উদ্দীন জহুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী ও তার ভাই নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।
১০ ডিসেম্বর মামলার ছয় নম্বর আসামি বাবুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। সম্প্রতি মামলার প্রধান আসামি দীলু পাটোয়ারী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট হয় ১০ ডিসেম্বর। আওয়ামী লীগের প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী বিপুল ভোটে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শামছুর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস প্রতীক) দীলু পাটোয়ারী।