হবিগঞ্জের মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।মৃত সিয়াম পাঠান (১৩) ওই গ্রামের আমজাদ পাঠানের ছেলে। সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন নিউজবাংলাকে জানান, সিয়ামসহ কয়েক জন কিশোর প্রতি রাতে ওখানে ব্যাডমিন্টন খেলে। বুধবার খেলা শেষে বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সকালে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।
ব্যাডমিন্টন খেলা শেষে বাল্ব খুলতে গিয়ে মৃত্যু
সিয়ামসহ কয়েক জন কিশোর প্রতি রাতে ওখানে ব্যাডমিন্টন খেলে। বুধবার খেলা শেষে বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়।
-
ট্যাগ:
- দুর্ঘটনা
এ বিভাগের আরো খবর/p>