মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছের তরকারি খেয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আছে এক শিশু।
শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় গিয়াস মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকেন ওই বাড়ির কেয়ারটেকার জয়নাল আবেদীন। স্ত্রী, তিন ছেলে ও এক পুত্রবধূ নিয়ে ছিল তার সংসার।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক জানান, বুধবার দুপুরে এক মাছ বিক্রেতার কাছ থেকে পটকা মাছ কেনেন জয়নালের স্ত্রী সাহিদা বেগম (৪০)। ওই মাছ রান্না করে দুপুরের খাবার খান সাহিদা বেগম, তার সাত বছরের ছেলে নায়েম ও পুত্রবধু নুরুন নাহার (২৫)।
অপর দুই ছেলে ও স্বামী দিনমজুরি করেন, তাই দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন না।
সন্ধ্যার পর তারা অসুস্থ বোধ করলে এক পল্লি চিকিৎসককে ডেকে এনে চিকিৎসা নেন। মধ্যরাতে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়। শিশু নাইমকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীমঙ্গল থানার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফরিদ জানান, পরীক্ষা-নিরীক্ষার জন্য রান্না করা মাছ জব্দ করা হয়েছে। দুজনের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।