কুমিল্লার হোমনায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলার ঘটনায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
হোমনা থানায় বুধবার সন্ধ্যায় মামলাটি করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার ব্যাপারী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত মঙ্গলবার রাতে হোমনা আদর্শ স্কুল মাঠে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে ঢাকা ফেরার পথে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়িগুলো। এ সময় আহত হন অন্তত ১০ নেতাকর্মী।
কাউসার ব্যাপারী অভিযোগ করেন, সম্মেলনে সাধারণ সম্পাদক পদে পরাজিত হওয়ায় প্রতিদ্বন্দ্বী শাহ আযম বিটুর সমর্থকরা ওই হামলা চালায়।
তবে অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শাহ আযমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।