নওগাঁর মান্দা উপজেলায় পরিত্যক্ত কালভার্টের নিচ থেকে যুবকের বস্তায় মোড়ানো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের বউমারীডাঙ্গা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান নিউজবাংলাকে জানান, দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা কালভার্টের নিচে বস্তা দিয়ে মোড়ানো লাশটি দেখতে পায়। তারপর পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
ওসি জানান, যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। লাশটি বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান ওসি শাহিনুর।