বরিশালের বাবুগঞ্জে দুই মোটরসাইকেলের সংর্ঘষে ইউপি সদস্যসহ দুই জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ইউপি সদস্য শাহিন হোসেন ও কলেজ ছাত্র রায়হান।
বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।
বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহিন হোসেনের মোটরসাইকেলের সঙ্গে রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের কলেজ ছাত্র রায়হানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।