মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির স্মরণিকা মহানায়ক-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ একটি পতাকা ও মানচিত্র পেয়েছে। তিনিই বিজয়ের মহানায়ক।’
বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রকাশনাকে স্বাগত জানান আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার।