ওজন বাড়াতে মাছের ভেতর ম্যাজিক বল ও জেলি ঢোকান এক ধরনের অসাধু ব্যবসায়ী। স্বাস্থের জন্য
এ ধরনের মাছ ক্ষতিকর।
ফেনীতে জেলি ও ম্যাজিক বল ঢোকানো ১৫০ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ৭টার দিকে ফেনী পৌর মৎস আড়তে এ অভিযান চালান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস।
অভিযানের সময় জেলি মেশানো মাছ বিক্রি করতে আসা ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে এসব মাছ রাখার দায়ে চার আড়তদারকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জেলি ও ম্যাজিক বল মিশ্রিত এ ধরনের মাছ স্বাস্থের জন্য ক্ষতিকর। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফেনী সদর উপজেলা মৎস কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, ওজন বাড়াতে মাছের ভেতর ম্যাজিক বল ও জেলি ঢোকান এক ধরনের অসাধু ব্যবসায়ী।