বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার সিলেটের পেট্রোল পাম্পে ধর্মঘট

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২০ ১৭:১৬

গত সোমবার জ্বালানি তেল পরিমাপে অনিয়মের কারণে চারটি পেট্রোল পাম্পকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে ছয় দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকদের সংগঠন।

পরিবহন ধর্মঘটে অচল সিলেটে এবার ধর্মঘট ডেকেছে পেট্রোল পাম্প সংগঠনের নেতারা। ২৭ ডিসেম্বর থেকে সিলেটের সিএনজি রিফুইলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোতে শুরু হবে অনির্দিষ্টকালের ধর্মঘট।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার জ্বালানি তেল পরিমাপে অনিয়মের কারণে ৪টি পেট্রোল পাম্পকে জরিমানা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-৯, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।এর প্রতিবাদে ছয় দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় পেট্রোল পাম্প মালিকদের সংগঠন।

সিলেটের পেট্রোল পাম্প। ছবি: নিউজবাংলা

জুবায়ের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সিলেট গ্যাস ফিল্ডে উৎপাদিত তেল বিক্রি করে আসছিলাম। কিন্তু কয়েকমাস থেকে সিলেটের পাম্পগুলোতে গ্যাস ফিল্ডের তেল না দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের তেল দেয়া হচ্ছে।

‘বেসরকারি প্রতিষ্ঠানের তেল খুবই নিম্নমানের। যার কারণেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমাদের পাম্পগুলোকে জরিমানা করেছে।’

এ কারণে জ্বালানি তেল বিপণন কোম্পানির নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ, জ্বালানি তেলের মান নিয়ন্ত্রণে সিলেটের প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাব স্থাপন এবং সরকারি সংস্থাগুলোর অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান জুবায়ের।

এ বিভাগের আরো খবর