রংপুর মহানগরীর ধর্মদাস দোলাপাড়া এলাকা থেকে মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকার একটি জমি থেকে বুধবার সকালে দেহটি উদ্ধার করে পুলিশ।
মিজান নগরীর মধ্য বাবুখাঁ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সুপারির ব্যবসা করতেন।
স্ত্রী রোকসানা বেগম জানান, সবশেষ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বামীর সঙ্গে মোবাইলে কথা হয় তার। ফোনে মিজান বলছিলেন, তার শরীর ভালো নয়। তাকে যেন ধর্মদাস দোলাপাড়া এলাকা থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রোকসানা বলেন, আত্মীয়ের সঙ্গে সারা রাত ওই এলাকায় খোঁজা হলেও পাওয়া যায়নি মিজানকে।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান জানান, স্থানীয়রা সকালে জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও নিশ্চিত করেন ওসি।