নওগাঁর সাপাহারে জবই বিল এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া সখাওয়াত হোসেনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মৃত সাখাওয়াতের বাড়ি উপজেলার গোয়ালা এলাকায়।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান জানান, সাখাওয়াত সোমবার রাতে জবই বিলের মাহিল কালিন্দর এলাকায় মাছ ধরতে যান। ধারণা করা হচ্ছে, রাতে প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার সকালে সাখাওয়াতের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
ওসি তারেকুর রহমান সরকার আরও জানান, সাখাওয়াত শীতে অসুস্থ হয়ে পড়লে উষ্ণতার জন্য আগুন জ্বলানোর চেষ্টা করেছিলেন। আলামত হিসেবে মৃতদেহের পাশ থেকে লাইটার, টর্চ, জাল ও মাছ রাখার পাত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।