নওগাঁর ধামইরহাটে ভারতীয় মাদক অ্যাম্পলসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মাসুদুর রহমান (২৫) নামে ওই যুবক ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
বিজিবি জানিয়েছে, সোমবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, বিজিবির অভিযানের সময় ৩৯টি অ্যাম্পল ও একটি মোটরসাইকেলসহ মাসুদুর রহমানকে আটক করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে নিয়মিত মামলা হয়েছে। মাসুদুর রহমানকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’