দিনাজপুরের ফুলবাড়ীতে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ও খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে বিকেল ৪টার দিকে ফুলবাড়ী রেলঘুন্টি নামক এলাকায় রূপসা এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফুলবাড়ী রেল স্টেশন মাষ্টার রফিক চৌধুরী জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেনটি এসে সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি লাইনে বসাতে সক্ষম হয়।
একই স্থানে সোমবার রাত ১টার দিকে এমজিবিসি নামের একটি মালবাহী ট্রেন এক নম্বর লাইনে প্রবেশের চেষ্টা করে। স্টেশন থেকে ৫০০ গজ উত্তরে ফুলবাড়ীর রেলঘুন্টিতে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক ট্রেনটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার দাস (৩২) নামে গেইট কিপার নিহত হন। দুর্ঘটনার পর ওই রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৬টার দিকে মালবাহী ট্রেনটিকে লাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।