নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার কাউন্সিলরসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে মহানগর যুবলীগ।
মঙ্গলবার বিকেলে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন মেয়র সেলিনা হায়াৎ আইভীপন্থিরা।
২০১৮ সালের ১৬ জানুয়ারিতে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অস্ত্র হাতে দেখা যায় যুবলীগ নেতা নিয়াজুল ইসলামকে।
তিন বছর পর সোমবার নারায়ণগঞ্জের একটি আদালতে সেই নিয়াজুল ইসলাম চার কাউন্সিলরসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন।
প্রতিবাদ সভায় শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও মেয়রের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, ‘এসব মামলা-হামলা করে আমাদের দাবিয়ে রাখা যাবে না।আমরা সন্ত্রাসী পালন করি না।
‘নারায়ণগঞ্জের প্রশাসন জানে, কারা সন্ত্রাস করে। নাসিক মেয়রকে গুলি করার জন্য উৎফুল্ল হয়ে ওঠা যুবলীগের সন্ত্রাসী নেতাকে নারায়ণগঞ্জের মানুষ চেনে।’
সভায় মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলুসহ অনেকে।
সভা শেষে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।