স্থগিত হওয়া যশোর সড়ক পরিবহন ইউনিয়ন নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাকা হয়েছে। নির্বাচনের দাবিতে জেলায় পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশও করেছেন।মঙ্গলবার বিকেলে শহরের মণিহার চত্ত্বরের বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত নির্বাচন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোর্ত্তজা হোসেন জেলায় সর্বাত্মক ধর্মঘটের ডাক দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি ভূষণ ঘোষ ও আজিজুল আলম মিন্টু, বর্তমান সহসভাপতি ইমদাদ হোসেন, যশোর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি, কাভার্ড ভ্যান ইউনিয়নের সভাপতি আলমগীর সিদ্দিকী, যশোর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি বিশ্বনাথ বিষু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
দ্রুত নির্বাচন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২২৭ এর সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন বলেন, ‘শিগগিরই নির্বাচন না দেয়া হলে শ্রমিকেরা আর শান্ত থাকবে না। এখন কেবল ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’
আজিজুল আলম মিন্টু বলেন, ‘সারা দেশে নির্বাচন হচ্ছে, যশোরে কি সমস্যা? যশোরের ডিসির কি সমস্যা যে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।’
মিজানুর রহমান বলেন, ‘দক্ষিণবঙ্গের কোনো গাড়ি যশোর ওপর দিয়ে চলবে না। ইজিবাইক চলবে না, কোনো যাত্রীবহনও হবে না।’
যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ হারুনুর রশিদের পরিচালনায় সমাবেশ হয়।
যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি-২২৭) নির্বাচন অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০ মার্চ স্থগিত করা হয়। পরে করোনা মহামারিসহ নানা কারণে নির্বাচন আর হয়নি।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, করোনা পরিস্থিতি এখনকার মতো থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ আছে।