মেহেরপুরের গাংনী পৌরসভার নির্বাচন সামনে রেখে মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।
সকালে বৈধ মেয়র প্রার্থীদের ও দুপুরে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী।
তিনি জানান, ১৬ জানুয়ারির এই নির্বাচনে মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে।
যাচাই-বাছাই শেষে মেয়র প্রার্থী হিসেবে আছেন গাংনী পৌরসভার বর্তমান মেয়র আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), আওয়ামী লীগের আহমেদ আলী, বিএনপির আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম ও ইসলামি আন্দোলনের আবু হুরায়রা। মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিএনপি নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী ইনসারুল ইসলাম নির্বাচন করতে পারছেন না।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৫০ জন, তাদের সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।