বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার হিমালয়ী গৃধিনী উদ্ধার বেলকুচিতে

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ২১:১১

শকুনটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। এ সুযোগে স্থানীয় যুবক এটিকে আটক করে। উদ্ধারের পর প্রাণীটিকে খাবার দেয়া হয়েছে। সব ঠিক থাকলে শনিবার রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি শকুন উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাস বাড়ী উত্তর পাড়া থেকে শকুনটি উদ্ধার করা হয়।

দি বার্ড সেফটি হাউসের সভাপতি মামুন বিশ্বাস বলেন, ‘বিকেল ৪টার দিকে আমি ও আমার সহকর্মী সাইদুর রহমান শকুনটিকে উদ্ধার করি। এ সময় স্থানীয় লোকজন টাকা দাবি করেন। তখন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান সহযোগিতা করেন।

তিনি বলেন, শকুনটির নাম হিমালয়ী গৃধিনী। এটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়েছিল। এ সুযোগে স্থানীয় যুবক আটক করে। শকুনটি উদ্ধারের পর খাবার দেয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী শনিবার রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিরাজগঞ্জ সলংগা থেকে আর একটি হিমালয়ী গৃধিনী উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি। ১৬ ডিসেম্বর পাখিটিকে দিনাজপুর শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো খবর