মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে উপস্থাপন করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহর পদত্যাগ দাবী করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তিনি।
মমতাজ উদ্দীন আহমেদ বলেন, ‘শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, একটি সংবিধান ও পতাকা পেয়েছি। যারা এই পতাকাকে অবমাননা করেছে তারা যেন কোনো অবস্থাতে এই বিদ্যাপীঠে থাকতে না পারে সে জন্য আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো’।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত শিক্ষক এবং ভিসি জনগণের কাছে ক্ষমা না চাইলে তাদের এই বিদ্যাপিঠে পাঠদানের অনুমতি থাকবেনা। ভিসি ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই তথ্যপ্রযুক্তি আইনে মামলা করতে বাধ্য হবো’।
এ সময় বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ আলী বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, জেলা যুবলীগের সদস্য ও রংপুর সিটি ২৮ ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, বেরোবি ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ফয়সাল আজম ফাইন, বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ।