ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা দুইটার দিকে চান্দিনার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ঢাকার বাসিন্দা। তিনি ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলেন।
পথচারী আবু কাউছার জানান, দ্রুত গতিতে ঢাকামুখী সততা পরিবহনের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি যানই মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। মরদেহটি থানায় রয়েছে। মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এ সময় ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোনো যাত্রী ফেনসিডিল বহন করছিলো।