বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু: আদালতে মামলা

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১৭:১২

বিচারক এস রমেশ কুমার মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম, কামরুন নাহার ও দালাল মিলন চন্দ্র।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে দশ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার সকালে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ঠাকুরগাঁও সদর আমলি আদালতে তিন জনের নামে মামলা করেন শিশুটির বাবা ফয়সাল মাহমুদ।

বিচারক এস রমেশ কুমার মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। ১৮ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন বিচারক।

মামলার আসামিরা হলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম, কামরুন নাহার ও দালাল মিলন চন্দ্র।

মামলায় বলা হয়, শনিবার (১২ ডিসেম্বর) রাতে শ্বাসকষ্ট দেখা দিলে শিশু সামাইরাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অক্সিজেনের পাঁচটি সিলিন্ডার পাল্টানো হলেও এগুলোর কোনোটিতেই অক্সিজেন ছিল না। চোখের সামনে মেয়েটি ছটফট করতে করতে মারা যায়। নার্স ও চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে বলেও এজাহারে বলা হয়েছে। মামলার বাদী ও নিহত শিশুর বাবা মো. ফয়সাল মাহমুদ অভিযোগ করে বলেন, ‘১৫ ডিসেম্বর থানায় মামলা করতে যাই। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন না। পরে ফোনে তিনি (ওসি) আদালতে মামলা করার পরামর্শ দেন। বলেন, তার উপর প্রেশার আছে।

অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, মামলা করতে নয় মেয়েটির বাবা এসেছিল পরামর্শ করতে। পরে কথা বলে গেছে।

বাদীর আইনজীবী আনোয়ারুল ইসলাম নিউজবাংলাকে জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাই আন্তরিকভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো খবর