নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে একটি দেয়ালের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পরে থাকতে দেখে থানায় খবর দেয় তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হাসেন নিউজবাংলাকে জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কিশোরের গলা কেটে হত্যার পর দেহটি ফেলে গেছে। তার বুকে ও ঘাড়েও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ মামলা করবে।