পাবনার আটঘরিয়ায় ট্রলির চাপায় লোকমান হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই আরোহী।
মঙ্গলবার সকালে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর ও নুরুল ইসলাম নামের দুই জন আহত হয়েছেন।
হতাহত তিনজনের বাড়ি আটঘরিয়া পৌর এলাকার বরুলিয়া মহল্লায়।
এলাকাবাসী জানায়, লোকমান, জাহাঙ্গীর ও নুরুল ইসলাম সকালে মোটরসাইকেলে মাছ ধরতে চাটমোহর যাচ্ছিলেন। উপজেলা কমপ্লেক্সের সামনে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক লোকমান পড়ে ট্রলির চাকায় চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে, চালক পলাতক। লোকমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।