সুনামগঞ্জ শহরের হাসননগরে পাথর দিয়ে মাথা থ্যাঁতলে শিশু এনামুল হক মুসা হত্যার আসামি আব্দুল হালিম ওরফে ওমর ফারুককে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কুদরত-ই এলাহী রিমান্ড আবেদন গ্রহণ করেন।
আদালত পরিদর্শক সেলিম নেওয়াজ নিউজবাংলাকে জানান, পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
গত ১১ ডিসেম্বর চার বছরের শিশু মুসা হত্যায় মামলা করেন তার চাচা নূর হোসেন।
- আরও পড়ুন: শিশু মুসা হত্যা: গ্রেফতার হালিম কারাগারে
মামলায় বলা হয়, ১১ ডিসেম্বর শহরের হাসাননগর এলাকার বাড়ির সামনে খেলছিল চার বছরের শিশু এনামুল হক মুসা। সেদিক দিয়েই যাচ্ছিলেন আব্দুল হালিম। হঠাৎ শিশুটিকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেন হালিম। একপর্যায়ে বড় পাথর দিয়ে তার মাথা থ্যাঁতলে দেন তিনি।
শিশুটির চিৎকারে স্থানীয়রা হালিমকে আটক করে পুলিশে দেয়। তার বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে।
হালিমকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিব নূরের আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।