বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ঢাকা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে বগুড়ায় নিয়ে আসা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই গৃহবধূর স্বামী কাজ করতে বাইরে যান। সে সময় তার শ্বশুর তাকে ধর্ষণ করেন। ওই দিনই গৃহবধূ তার স্বামী ও বাবাকে এ ঘটনা জানান। পরে গৃহবধূ একই উপজেলায় তার বাবার বাড়িতে চলে যান। ঘটনার পর গৃহবধূর শ্বশুর পালিয়ে যান।
ওই দিন রাতেই গৃহবধূ তার শ্বশুরকে আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।
ওসি আব্দুর রশিদ জানান, মঙ্গলবার বাচ্চু মিয়াকে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।