কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার ভোররাতে উপজেলার শামলাপুর বিচ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি রোহিঙ্গা বলে ধারণা করছে র্যাব।
মঙ্গলবার সকালে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিউজবাংলাকে জানান, বন্দুকযুদ্ধের সময় আহত হয়েছেন দুই র্যাব সদস্য। তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, সোমবার ভোররাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বিচ এলাকায় একদল মাদক কারবারির চালান খালাসের খবরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে র্যাবের দুই সদস্য আহত হন।
পরে র্যাব আত্মরক্ষার জন্য কিছুক্ষণ পাল্টা গুলি ছুড়লে এক কারবারি গুলিবিদ্ধ হয়; বাকিরা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, একটি দেশীয় বন্দুক, তিনটি গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে শুরুতে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় র্যাব। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।