চুয়াডাঙ্গা সদর উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন এক কাপড় ব্যবসায়ী।
সোমবার রাত আটটার দিকে উপজেলার ভালাইপুর মোড়ের কাছে ভালাইপুর-আসমানখালী সড়কে ডা. মান্নান খান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী শরিফুল ইসলাম নিউজবাংলাকে জানান, তার বাড়ি কুষ্টিয়ার পোড়াদহে। থাকেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের শ্বশুরবাড়িতে। গত কয়েক বছর ধরে তিনি ভালাইপুর মোড়ে পুরাতন কাপড় বিক্রি করেন।
শরিফুল জানান, সোমবার রাতে ভ্যানে বাড়ি ফেরার সময় একটি মোটরসাইকেল এসে তার গতিরোধ করে। মোটরসাইকেলের দুই আরোহী হেলমেট ও মাস্ক পরা ছিল। তাদের এক জন অস্ত্রের ভয় দেখিয়ে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ৫০ হাজার টাকা ছিল।
ব্যবসায়ী আরও জানান, ছিনতাইকারীর চাদরের ভেতর থাকায় অস্ত্র কোন ধরনের, তা বুঝতে পারেননি তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই এলাকায় স্থানীয় ক্যাম্প পুলিশ ও থানা পুলিশ নিয়মিত টহল দেয়। ছিনতাইয়ের বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ওসি আরও জানান, ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ ঘটনাটি ঘটিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, এই সড়কে প্রায় দিন সন্ধ্যাতেই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে। গভীর রাতে পুলিশ টহল দেয়। কিন্তু রাত ৭টা-৮টার দিকে ব্যবসায়ীরা যখন বাড়ি ফেরেন, তখন কোনো টহল থাকে না।