গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিমুল মিয়া (২৫) নামে এক যুবককে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেও বাঁচানো যায়নি, যার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অপহরণের পর মারধর করে। এতে তার ডান পা ভেঙে যায়। পরে তাকে মৃত ভেবে সোমবার চলন্ত গাড়ি থেকে রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে যায়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেয়ারহাট (মুন্নাপাড়া) গ্রামের বাসিন্দা শিমুল মিয়া কৃষক ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘সন্ধ্যার পর উপজেলার গোমানিগঞ্জ (নেংড়াবাজার) এলাকায় রাস্তার পাশের ধানক্ষেতে বস্তাবন্দি অবস্থায় শিমুলকে পান স্থানীয়রা। তাকে রিকশাভ্যানে ফুলপুকুরিয়া বাজারে নেয়া হয়। সেখানে থেকে আরেকটি বাহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা আফজাল জানান, শিমুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান পা পিটিয়ে ভেঙে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ থানায় নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি বলেন, ‘এটি হত্যাকাণ্ড নিশ্চিত হওয়া গেলেও কে বা কারা জড়িত জানা যায়নি। যে গাড়ি থেকে তাকে ফেলে দেয়া হয় সেটিও ধরা সম্ভব হয়নি।’