বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাধবদী পৌর মেয়রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ ডিসেম্বর, ২০২০ ০১:০১

মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মেয়র ব্যবসায়ীদের ৮২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেয়র।

নরসিংদীর মাধবদী পৌর মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সংগঠনটির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।

এতে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সফিউদ্দিন আহম্মেদ, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি আ. মোমেন মোল্লা, মনিরুজ্জামান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবু তাহেরসহ অনেকে।

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘শিবু নাথ ও ভোলা নাথ নামের মাধবদীর দুই ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও কাপড় বাবদ প্রায় ১৮ কোটি টাকা দেনা করে দেউলিয়া হয়ে পড়েন। পরে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বৈঠকে পৌর মেয়র মোশাররফ হোসেন ব্যবসায়ী শিবু নাথ ও ভোলা নাথের কাছ থেকে চার কোটি টাকা আদায় করে অ্যাসোসিয়েশনে বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। মেয়র পরে শিবু নাথ ও ভোলা নাথের ৮২ লাখ টাকার কাপড় বিক্রি করেন। বিষয়টি তিনি অ্যাসোসিয়েশনকে মৌখিকভাবে অবহিত করেন। তবে টাকা নিজের কাছেই রেখে দেন।

পরবর্তী সময়ে পাওনাদার ব্যবসায়ীদের চাপে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ মেয়রকে ওই টাকা দেয়ার জন্য দফায় দফায় চিঠি পাঠায়। মেয়র মোশাররফ ৩০ নভেম্বর টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা দেননি।

এই প্রেক্ষাপটে ৮ ডিসেম্বর অ্যাসোসিয়েশন জরুরি সভা ডেকে পৌর মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া ও অ্যাসোসিয়েশনে তার সদস্যপদ বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এরপরই পত্রিকায় এক সাক্ষাৎকারে মেয়র মোশাররফ তার কাছে ব্যবসায়ীদের গচ্ছিত টাকার বিষয়টি অস্বীকার করেন।

জানতে চাইলে পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, ‘আমার কাছে টাকা গচ্ছিত থাকার বিষয়টি ভিত্তিহীন। সামনে নির্বাচনকে ঘিরে একটি মহল আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

এ বিভাগের আরো খবর