যশোর সদর পৌর এলাকা থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তির নাম মো. ইমাদুল শিন্দা। বাড়ি যশোরের উত্তর কাগজপুকুর গ্রামে।
সোমবার বিজিবি-৪৯ যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে যশোর পৌর পার্কের সামনে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে কায়দা করে লুকিয়ে রাখা চারটি প্যাকেটে সোনার বারগুলো পাওয়া যায়।
বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বলেন, উদ্ধার করা সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।
তিনি আরও বলেন, আটক ইমাদুল শিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিকবার চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। ইমাদুলের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা হয়েছে।