কুমিল্লায় পুলিশের ১১৯ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা পুলিশ লাইনস শহিদ আরআই এবিএম আবদুল হালিম মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া মানে নিজেদেরকেই সম্মান জানানো। আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা প্রয়োজন। তা না হলে আগামী প্রজন্ম বিভ্রান্ত হবে। তরুণ প্রজন্ম বিভ্রান্ত হলে দেশ পিছিয়ে যাবে।’অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার নুরুল ইসলাম।এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অব.) ডা. আরিফুর রহমান, কুমিল্লা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার নরেশ চাকমা।উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান ও নাজমুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।সংবর্ধনা অনুষ্ঠানে ১৯ শহিদ মুক্তিযোদ্ধার স্বজন, যুদ্ধের পর প্রয়াত ৯৪ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য এবং ১১৯ বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।