ঘন কুয়াশার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার ভোর চারটার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় মাঝনদীতে আটকে পড়ে চারটি ফেরি। পরে সকাল আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাটের সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, রোববার মধ্যরাত থেকেই কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝনদীতে আটকা পড়া ফেরিগুলোর মধ্যে দুটি শরীয়তপুর ঘাটের রওনা দিয়েছে। অন্য দুটি চাঁদপুরের কাছাকাছি পৌঁছে গেছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। শরীয়তপুর অংশে আটকে পড়ে চট্টগ্রামগামী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্তত দেড় শতাধিক যানবাহন। শীত আর কুয়াশায় চরম ভোগান্তি পোহান যাত্রীরা।
বেনাপোল থেকে কাঁচামাল নিয়ে আসা ট্রাকচালক রাসেল বেপারী জানান, রোববার ঘাটে এসেছেন। গাড়ির চাপ থাকায় এখনও পার হতে পারেননি। কখন পার হতে পারবেন তা জানেন না।
যশোর থেকে আসা বাসের যাত্রী রনি মোল্লা বলেন, তিনি চট্টগ্রাম যাবেন। ঘাটে থাকার ও খাওয়ার ভালো কোনো ব্যবস্থা নেই। এর সঙ্গে হিমেল বাতাস আর কুয়াশায় দুর্ভোগের মধ্যে আছেন।
ঘাটের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘাটে থাকা ফেরি ছেড়ে দেয়া হয়েছে। মাঝনদীতে আটকে পড়া ফেরিগুলোও ঘাটে আসতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই যানবাহনগুলো পারাপার করার চেষ্টা করছেন।