ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী পিষ্ট হয়েছেন। ঘটনাস্থলে নিহত তিন জনই পুরুষ। এছাড়া আহত হয়েছেন নারীসহ দুজন।
রোববার রাত ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাস।
তিনি বলেন, ‘ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল ওই সিএনজিচালিত অটোরিকশাটি। বেলতলী এলাকায় ট্রাক অথবা বাসের চাপায় অটোরিকশাটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে।’
গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত বা আহত কারও পরিচয় শনাক্ত করা যায়নি।