যশোরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।রোববার অভিযানের শুরুতে নয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার উপজেলায় অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক সৈয়দ আনোয়ার জানান, যশোর জেলায় দুই শতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৮০টি অবৈধ। এসব ভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অবৈধ ভাটাগুলোর কারণে ব্যাপক বায়ুদূষণ হচ্ছে। সারাদেশের অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে যশোরে অভিযান শুরু হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে সকাল থেকে কেশবপুর, মণিরামপুর, ঝিকরগাছা ও যশোর সদর উপজেলার নয়টি ইটাভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ইটভাটাগুলো হলো- কেশবপুরের সাতবাড়িয়ার সুপার ব্রিকস, বেগমপুর বাজারের রিপন ব্রিকস, মণিরামপুরে সরদার ব্রিকস, ঝিকরগাছার লাউজানি এলাকার এলবি ব্রিকস, জনতা ব্রিকস, যশোর সদরের মালঞ্চীর এমবিবিআই ব্রিকসসহ নয়টি।
তিনি আরও বলেন, বাকি অবৈধ ভাটাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সোমবার ১৩টি ইটভাটা উচ্ছেদ হবে।
পরিবেশ অধিদপ্তরের সৈয়দ আনোয়ার আরও জানান, যশোর পরিবেশ অধিদপ্তরের আওতায় নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় তিনশ’ অবৈধ ইটভাটা রয়েছে। ওইসব ভাটাও উচ্ছেদ হবে। প্রতি জেলায় দু’দিন করে অভিযান চলবে।