রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে ছবি তোলার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহের মামলার তদন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শওকত আলী।
তিনি রোববার বিকেলে এই আদেশ দেন।
জানতে চাইলে তাজহাট থানার ওসি আখতারুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি মামলা হয়। এই মামলার অনুমোদনের জন্য আদালতে আবেদন করেছি। আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।’
মহান বিজয় দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকাকে বিকৃত করার অভিযোগ এনে ১৭ ডিসেম্বর তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ। তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানসহ ৯ জন শিক্ষক ও উপাচার্যের একান্ত সহকারী (পিএস) আমিনুর রহমানসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়।
পরদিন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান আরেকটি মামলা করেন।
ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানসহ সাত শিক্ষক।