কুমিল্লার দেবিদ্বার মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের নমুনা ওষুধ বিক্রির অভিযোগে চারটি দোকানকে জরিমানা করা হয়েছে। মূল্যতালিকা না থাকায় আরও একটি দোকানকে জরিমানা করা হয়।
রোববার উপজেলার নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় পাঁচটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা ভোক্তা অধিপ্তরের সহকারী পরিচালক মো.আছাদুল ইসলাম জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে দয়াময় ফার্মেসিকে পাঁচ হাজার, যমুনা ফামেসিকে ২০ হাজার, ভাই ভাই পোল্ট্রি ডেইরি অ্যান্ড মেডিসিন কর্ণারকে আট হাজার, হাজী এন্টারপ্রাইজকে দুই হাজার ও আনোয়ার এন্টারপ্রাইজ নামের সারের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বিনামূল্যের নমুনা ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পাঁচটি দোকানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি পরির্দশক আবদুল খালেক, পুলিশ, দেবিদ্বার ব্যবসায়ী সমিতি ও ড্রাগ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।