গাইবান্ধার একটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখা অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে ফুলছড়ি উপজেলার হরিচন্ডি গ্রামের আন্ডারচরের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ওই কিশোরীর পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের বিষয়েও কিছু জানাতে পারেনি পুলিশ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী নিউজবাংলাকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আনুমানিক ১৫ বছরের ওই কিশোরীর গলা ও ডান চোখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সে লাল-কালো রঙের জামা পরা ছিল।
পুলিশের ধারণা, শ্বাসরোধ করে ওই কিশোরীকে হত্যা করা হয়।