রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গাইবান্ধার মহিমাগঞ্জে সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারি ও আখ চাষিরা।
রোববার সকাল ১১টা থেকে চিনিকলের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।
এ সময় গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে সড়কে সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
রংপুর চিনিকল চালুর দাবিতে মহিমাগঞ্জ এলাকায় আগামী ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।
সমাবেশে রংপুর চিনিকল আখচাষি কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান বলেন, ‘অবিলম্বে চিনিকলে আখ মাড়াই বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
‘সরকারি সিদ্ধান্ত বাতিল না করা হলে ২৩ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ এবং বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মহিমাগঞ্জ এলাকায় অর্ধদিবস হরতাল পালন করা হবে।’
এরপরও দাবি মানা না হলে আগামী ২৫ ডিসেম্বর থেকে রাজপথ-রেলপথ অবরোধ ও গণ অনশনসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন এ নেতা।
সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর চিনিকল আখচাষি কল্যাণ গ্রুপের সহ সম্পাদক আব্দুর রশিদ ধলু, শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাবেক সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সহ সম্পাদক ফারুক হোসেনসহ আরও অনেকে।