বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুমন-সুমনার ঘরে এলো চমক

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১৩:২৫

নতুন অতিথিসহ বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল চারটি।

কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে জেব্রা দম্পতি সুমন-সুমনার ঘরে এসেছে নতুন অতিথি।

শনিবার পার্কের বেষ্টনীতে সুমানা জন্ম দিয়েছে একটি পুরুষ শাবক।

প্রথম বারের মতো ডুলাহাজারা সাফারি পার্কে জেব্রার পরিবারে শাবক জন্ম দেয়ার ঘটনা ঘটল। নতুন অতিথিসহ বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল চারটি।

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সহকারী তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। তারা অন্য জেব্রার সঙ্গে বেষ্টনীর বিভিন্ন অংশ ঘুরে বেড়াচ্ছে।

‘মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনায় খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুষি দেয়া হচ্ছে।’

সাফারি পার্কের নিরাপত্তাকর্মী রাজিব কান্তি দে বলেন, ‘মা জেব্রাসহ ওই শাবককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এক ঘণ্টা পরপর তাদের বেষ্টনীতে গিয়ে দেখাশোনা করা হচ্ছে।’

বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, ‘বিজয়ের মাসে নতুন অতিথি জন্ম নেয়ায় তার নাম দেয়া হয়েছে চমক। মা ও শাবক ভালো আছে। নতুন শাবকের পদচারণা পার্কে দর্শনার্থীদের আরও আনন্দ জোগাবে।’

এ বিভাগের আরো খবর