বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১০:৪৩

অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ফেনসিডিলসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করে পুলিশ।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ১ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই দু্ই জন হলেন হাকিমপুরের মধ্যবাসুদেবপুর গ্রামের ইমন হোসেন (২৫) ও একই উপজেলার নওদাপাড়া গ্রামের মশিউর রহমান (২৪)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ নিউজবাংলাকে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভারত সীমান্ত থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ফেনসিডিলসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি জানান, হাকিমপুর একটি সীমান্তবর্তী থানা। খুব অল্প সময়ের মধ্যেই মাদক কারবারিরা ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকে। পুলিশের পক্ষে একা সম্ভব নয় মাদক নিয়ন্ত্রণ করা। এ জন্য সব প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

এ কর্মকর্তা আরও জানান, পুলিশের পক্ষ থেকে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতার দেখায়। রোববার তাদের আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো খবর