২০ বছর বয়সী আনোয়ার একটি তামাক কোম্পানিতে চাকরি করতেন। তিনি নগরের হালিশহর থানার কালীবাড়ি এলাকার মো. সেলিমের ছেলে।
চট্টগ্রামের পাহাড়তলি থানার সাগরিকা মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আনোয়ার নামে এক তরুণ খুন হয়েছেন।
শনিবার রাত নয়টার দিকে সাগরিকা মোড়ের বিডি ফুডের সামনে এ ঘটনা ঘটে।
২০ বছর বয়সী আনোয়ার একটি তামাক কোম্পানিতে চাকরি করতেন। তিনি নগরের হালিশহর থানার কালীবাড়ি এলাকার মো. সেলিমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, নগরের সাগরিকা মোড় এলাকায় আনোয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পরিবার আইনগত পদক্ষেপ নেবে বলে জানান আমির হোসেন।