গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী ও বাসের আট যাত্রীসহ ১০ জন।
শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইরান মজুমদার (৩৫)। তিনি সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত নূর জালালের ছেলে। মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইরানের চাচাতো ভাই রাসেল মজুমদার।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস সদর উপজেলার তুতবাড়িয়া নামক স্থানে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়ে সড়কে উঠার সময় ইরনের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইরানকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, আহত ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত চার জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বাস চালক পালিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। এখনও মামলা হয়নি।