চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির সভা-সমাবেশে জনস্রোত দেখে আওয়ামী লীগের অন্তর কেঁপে ওঠে। গণতন্ত্রহীন বাংলাদেশে এখন নির্বাচনের নামে খেলা চলছে। এ খেলার নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল। এদেশের মালিকানা আর ক্ষমতার পটপরিবর্তনে জনগণের কোনো হাত নেই।
শনিবার সন্ধ্যায় নগরীর ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতির সংস্কৃতি সৃষ্টি করেছে। বিগত ১২ বছরে আওয়ামী লীগ একটি নির্বাচন ও সুষ্ঠু করতে পারেনি। বর্তমান সরকার দেশের জনগণের ওপর আস্থা হারিয়ে মাস্তাননির্ভর হয়ে গণতন্ত্র বাদ দিয়ে এক দলীয় শাসন কায়েম করেছে। আজকে তারা সন্ত্রাস নিভর্র হয়ে বিএনপির নিয়মতান্ত্রি কর্মসূচিতে বাধা দিচ্ছে।
২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী হাজী মো. মহসিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক আবদুর হালিম শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর, সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া প্রমুখ।