নিখোঁজের ২৩ দিন পর এক কলেজছাত্রী হত্যা মামলার আসামি ও বরিশালের ওষুধ ব্যবসায়ী সুমন দেবনাথের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সুমনকে বাগেরহাট থেকে আটকের পর চুয়াডাঙ্গা দামুরহুদা মডেল থানায় হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার বিকেলে দামুরহুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, শুক্রবার দুপুরে বাগেরহাট থেকে সুমনকে আটক করে র্যাব-৬। বিকেলে তাকে থানায় হস্তান্তর করা হলে কলেজছাত্রী মীম খানম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সুমনের পরিবার জানায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় র্যাব পরিচয়ে ছয় থেকে সাত জন সুমনকে উপজেলার সাহেবেরহাটের বাসা থেকে তুলে নিয়ে যায়। সেদিন রাতেই দামুরহুদা থানা পুলিশ সুমনকে গ্রেপ্তার করতে যায়।
সুমনের খোঁজ না পেয়ে পরে তার পরিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় জিডি করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, র্যাব-৬ দামুড়হুদা থানায় সুমনকে হস্তান্তর করেছে বলে জেনেছেন। এর বেশি তার কিছু জানা নেই।
এর আগে ২২ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কলেজছাত্রী মীম খানম হত্যা মামলায় আসামি করা হয় সুমনসহ কয়েকজনকে। ২১ নভেম্বর দামুরহুদার মাথাভাঙ্গা নদীতে অর্ধগলিত অবস্থায় মীমের মরদেহ উদ্ধার করা হয়।
থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী বাদি হয়ে হত্যা মামলা করেছিলেন।