গাজীপুরের টঙ্গীতে পারিবারিক বিরোধ মীমাংসার আশ্বাসে এক গৃহবধূকে দলগত ধর্ষণ ও তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এ তিনজন হলেন-সাদ্দাম (২৯), তার বন্ধু আব্দুর রহমান (৩২) ও জসিম (৩০)।
এজাহারের বিবরণ অনুযায়ী, টঙ্গীর ভাড়া বাসায় গত ১০ ডিসেম্বর রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে গৃহবধূকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেয়ার হুমকি দেন স্বামী। বিষয়টি মীমাংসার জন্য স্বামীর বন্ধু সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দামকে জানান গৃহবধু। সাদ্দাম পরদিন দুপুরে তাদের বাসায় এসে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন।
১১ ডিসেম্বর দুপুর ২ টার দিকে সাদ্দাম মুঠোফোনে ওই নারীকে জানান ঘটনাটি মীমাংসার জন্য তিনি পাশের একটি সড়কের মোড়ে অপেক্ষা করছেন। খবর পেয়ে গৃহবধূ ওই স্থানে তাকে আনতে যান। এ সময় সাদ্দাম (২৯) কৌশলে তাকে সিএনজি অটোরিকশায় তুলে নেন।
পরে তাকে রাজধানীর ভাটারা এলাকায় ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে সাদ্দাম ও তার বন্ধু আব্দুর রহমান ও জসিম ওই নারীকে ধর্ষণ করেন এবং এ দৃশ্য মোবাইল ফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করেন।
পরের দিন রাত ৮টার দিকে তাকে একটি অটোরিকশায় তুলে দেন ওই যুবকেরা। যেকোনো সময় তাকে ডাকলে আসতে বলেন। অন্যথায় ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তারা।
এ ঘটনায় ওই নারী শুক্রবার টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইল ফোনটি উদ্ধার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।