ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার উত্তর পতেঙ্গার রিং রোড বেড়িবাঁধের কাছে খাল থেকে মোহাম্মদ আলমগীর (৪৫) নামে এক পরিবহন ও বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
আলমগীর ওই এলাকার আব্বাস আলী বাড়ির নূর আলীর ছেলে।
ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’
স্থানীয়দের বরাতে এসআই সাজেদ জানান, আলমগীর পরিবহন ব্যবসার পাশাপাশি বালু সাপ্লাইয়ার ছিলেন। তার কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও টমটম রয়েছে।