ভাস্কর্যবিরোধীদের ধর্ম ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর আয়োজিত অনুষ্ঠানে হানিফ বলেন, ‘খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সন্তান নিজ যোগ্যতায় উদ্ভাসিত। স্কুলের গণ্ডি পার হয়ে সবাই চায় ভালো কলেজে ভর্তি হতে। আর তারেক রহমান ভর্তি হতে গিয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়াতে এক কলেজে।‘তার ওই শিক্ষা দিয়ে পাঁচ বছরে হাওয়া ভবন বানিয়ে দেশের যে অবস্থা করেছিল, দেশবাসীকে এখনও তার মাশুল দিতে হচ্ছে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঁচড় দুঃখজনক। ইসলামে কোথাও কি ভাস্কর্য ভাঙার কথা আছে? নেই। কিছু আলেম ইসলামকে অপব্যাখ্যা করেন। ভাস্কর্যের বিরোধিতা করেন। তারা ধর্ম ব্যবসায়ী।’
হানিফ বলেন, ‘ইসলামিক দেশ সৌদি আরব, ইরান, পাকিস্তানসহ বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। তাহলে ওইসব দেশের মানুষ কি ইসলাম ধর্মে বিশ্বাসী না?’তিনি বলেন, ভাস্কর্য বিরোধিতাকারীরা পাকিস্তানের দোসর। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের প্রেতাত্মা।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে হানিফ বলেন, ‘বিদ্রোহী হলে নিজের ক্ষতি। মনে রাখবেন, ভবিষ্যতে কখনো নৌকার প্রার্থী হতে পারবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজ্জাত হোসেন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরীসহ অনেকে।